cricwhiz fantacy cricket logo
fantacy cricket google play
fantacy cricket app store

CricWhiz – বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম

published at April 22, 2021
CricWhiz – বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম

বাংলাদশের বিপুল ক্রিকেটপ্রেমী মানুষদের বাড়তি বিনোদনের সুযোগ করে দিতে, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো সম্পূর্ণ ফ্রী ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম নিয়ে আসে CricWhiz। ক্রিকেট বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিতে, পরবর্তীতে ডেইলি প্রেডিকশন গেইমও নিয়ে আসে CricWhiz.

ফ্যান্টাসি ক্রিকেটপ্রেমীদের বিপুল সাড়ায় CricWhiz আজ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি প্ল্যাটফর্ম। প্রতি দিন এখন প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিয়মিত বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করছে CricWhiz এপে।

শুধুমাত্র আইপিএলের প্রথম ১০ দিনেই প্রায় ৩০ হাজারের বেশি মানুষ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যেকোন IPL ম্যাচ শুরুর আগের ৩০ মিনিটে একসাথে প্রায় ৭/৮ হাজার মানুষ CricWhiz এপে প্রবেশ করে এবং ফ্যান্টাসি টিম আপডেট করে নেয়। এত বিপুল মানুষের চাপ সামলাতে CricWhiz এপের সার্ভার আপগ্রেডেশন নিয়মিতভাবে হচ্ছে।

CricWhiz এপ ব্যবহারকারীদের সংখ্যা শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশের প্রতিটি বিভাগেই, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী থেকে প্রচুর মানুষ নিয়মিত CricWhiz এপে ফ্যান্টাসি ক্রিকেট খেলছে।

শুরু থেকেই CricWhiz এপ ব্যবহারকারীদের কিভাবে আরো ভালো কিছু অফার করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত ভেবেছে এবং সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। CricWhiz এর প্রতিটা কন্টেস্ট অনেক গবেষণা করে এমনভাবে সাজানো হয়েছে যেন নতুনত্ব থাকে।

ফ্যান্টাসি সিরিজ কন্টেস্ট থেকে শুরু করে প্রেডিকশন রাউন্ড ডিজাইন সবকিছুতেই আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখতে চেষ্টা করেছি। আরো বেশি সংখ্যক মানুষকে রিওয়ার্ডস জেতার সুযোগ করে দিতে, নিয়মিত নিত্য নতুন কন্টেস্ট লঞ্চ করার প্ল্যান আছে।

CricWhiz এর মতো একটি ফ্রী ফ্যান্টাসি প্ল্যাটফর্ম পরিচালনা করা এবং প্রতিযোগী বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বিজয়ীদের সংখ্যা এবং প্রাইজও বৃদ্ধি করা অনেক চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও, CricWhiz আপনাদেরকে সর্বোচ্চ দিতে চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা পেলে, CricWhiz সবসময়ই নতুন কিছু উপহার দেয়ার চেষ্টা করে যাবে।

আমাদের পথচলার সারথী হওয়ার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

more articles...